আসল পুলিশের জালে নকল পুলিশ

Must read

সংবাদদাতা, হুগলি : আসল পুলিশের জালে নকল পুলিশ (fake police)। পোলবা থানার পুলিশের বড় সাফল্যে জয়জয়কার হুগলিতে। উর্দি পরে তোলাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ভুয়ো পুলিশকে (fake police)। তাদের কাছ থেকে পোশাক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিন পোলবা থানার ডিএসপি, ডি অ্যান্ড টি প্রিয়ব্রত বক্সি জানান, দিল্লি রোডের পাশে সুগন্ধা এলাকার একটি কারখানা থেকে মঙ্গলবার রাতেই ওই দুজনকে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ। ধৃতদের একজন বলাগড়ের বাসিন্দা, নাম সৌমদীপ সাঁতরা (২৮)। অন্যজনের নাম প্রতাপ ঘোষ, বয়স ৩৬। প্রতাপের বাড়ি তালান্ডুর মালিপাড়ায়। ধৃতদের থেকে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন এবং গুলি রাখার ব্যাগ উদ্ধার করা হয়েছে। ডিএসপি আরও বলেন, এর আগেও বিভিন্ন মানুষের কাছ থেকে পুলিশ পরিচয়ে তোলাবাজি করেছে এরা। আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কেস করে সদর কোর্টে সিজেএম-এর কাছে পেশ করব। বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়।

আরও পড়ুন- অনন্তকাল বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল : আদালত

Latest article