কোরিয়ার সঙ্গে ড্র, চাপে ভারত

এশিয়া কাপ হকির সুপার ফোরের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার ২-২ ড্র করে চাপে ভারত। বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ।

Must read

রাজগির, ৩ সেপ্টেম্বর : এশিয়া কাপ হকির সুপার ফোরের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার ২-২ ড্র করে চাপে ভারত। বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ। যা পরিস্থিতি, তাতে ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখার জন্য জিততেই হবে হরমনপ্রীতদের।
এদিন ম্যাচ শুরুর ঠিক আগে শুরু হয় প্রবল বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়েছিল ম্যাচ। ৮ মিনিটেই হার্দিক সিংয়ের অসাধারণ ফিল্ড গোলে এগিয়ে গিয়েছিল ভারত। মাঝমাঠ থেকে বল নিয়ে তীব্র গতিতে কোরিয়ার বক্সে ঢুকে পড়ে, জোরালো হিটে গোল করেন হার্দিক। তবে ১-১ করে দিতে খুব একটা সময় নেয়নি কোরিয়া। ১২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন জিহুন ইয়ং।
দু’মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন হিউন হং কিম। দ্বিতীয় কোয়ার্টারে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেও, কোরিয়ান রক্ষণ ভাঙতে পারেননি হরমনপ্রীতরা। ফলে বিরতির সময় ১-২ ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠ ছেড়েছিল ভারত।

আরও পড়ুন-৩০০ বছর ধরে হয়ে আসছে ‘কালো দুর্গা’র পুজো

তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান ভারতীয়রা। কিন্তু প্রতিটি আক্রমণই প্রতিপক্ষ রক্ষণে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠছিল কোরিয়াও। ৪১ মিনিটে অবিশ্বাস্যভাবে সহজ সুযোগ হাতছাড়া করেন সুখজিৎ সিং। বক্সের মধ্যে বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এর পর দু’টি সহজ সুযোগ নষ্ট করেন অভিষেকও। পেনাল্টি কর্নার নষ্ট করেন হরমনপ্রীতও। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ফের সুযোগ নষ্ট করেন অভিষেক। অবশেষে ৫২ মিনিটে মনদীপ সিংয়ের গোলে ২-২। বাকি সময় অনেক চেষ্টা করেও জয়সূচক গোলের দেখা পায়নি ভারত।
সুপার ফোরের অন্য একটি ম্যাচে মালয়েশিয়া ২-০ গোলে হারিয়েছে চিনকে। অন্যদিকে, চিনা তাইপেইকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম স্থানে এশিয়া কাপ হকি অভিযান শেষ করল জাপান। এদিকে, নভেম্বরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা জুনিয়র হকি বিশ্বকাপে খেলবে না পাকিস্তান। বুধবারই এই খবর জানিয়েছে পাক হকি ফেডারেশন।

Latest article