ভাষাসন্ত্রাস : মুখ্যমন্ত্রী আজ বক্তব্য রাখবেন বিধানসভায়

Must read

প্রতিবেদন : বিধানসভায় ভাষাসন্ত্রাস ও বাঙালিবিদ্বেষ নিয়ে যে প্রস্তাব এসেছে তার ওপর আজ, বৃহস্পতিবার বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। তার আগে অবশ্য ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হলেও ওইদিন সরকারি ছুটি থাকায় আজ সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকও আজ বিধানসভায় হবে। স্বাভাবিকভাবেই দিনভর সরগরম থাকবে বিধানসভা। ইতিমধ্যেই মঙ্গলবার ব্রাত্য বসুর বক্তব্য নিয়ে কুযুক্তি তুলে বিধানসভা অধিবেশনে চূড়ান্ত অসভ্যতা করে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা। এই আবহে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী কী বলেন তা শুনতে সকলেই আগ্রহী। বিজেপির ভাষাসন্ত্রাস ও বাঙালিবিদ্বেষ নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। টানা প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমুল কংগ্রেস। বিজেপিশাসিত রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে সাহায্য করছে রাজ্য সরকার।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দাবি মেনে মকুব স্বাস্থ্য-জীবনবিমার জিএসটি

Latest article