সংবাদদাতা, বর্ধমান : চেলা কাঠ দিয়ে বেধড়ক মার। ভেঙে দেওয়া হয়েছে হাত। কাছে থাকা টাকা-পয়সা সর্বস্ব লুঠ করেও থামেনি অত্যাচার। প্রাণ বাঁচাতে কোনওক্রমে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেন কাটোয়ার করজগ্রামের টারজান শেখ। বাংলা বলার অপরাধে ফের ভিন রাজ্যে চলল শ্রমিকের ওপর অত্যাচার।
এবার ঘটনাস্থল ওড়িশার লক্ষ্মণদিঘি এলাকা। আক্রান্ত শ্রমিক ট্রেনে চেপে রাতারাতি পালিয়ে আসেন। এখনও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। অত্যাচারের কথা বলতে বলতে গলা কেঁপে ওঠে তাঁর। হাতে-পায়ে অসহ্য যন্ত্রণা, গোটা শরীরে কালশিটের দাগ। টারজান বলেন, বাংলা বলার অপরাধে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় দু’দিন কাটোয়া হাসপাতালে ভর্তি ছিলেন টারজান। বৃহস্পতিবার থানায় অভিযোগ জানান। টারজান জানিয়েছেন, ৩১ অগাস্ট সকালে সাইকেল নিয়ে বেরোতেই তাঁর কাছে আধারকার্ড দেখতে চেয়েই শুরু হয় মারধর। কাছে থাকা ৬০০০ টাকাও কেড়ে নেওয়া হয়।