জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনে ছাড়পত্র দিল মন্ত্রিসভা

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদার জন্মভিটের বিশেষ উন্নয়নের জন্য এবার আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদার জন্মভিটের বিশেষ উন্নয়নের জন্য এবার আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করল রাজ্য সরকার। বুধবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন-অসীম ধৈর্য দেখিয়ে ওয়েলে নেমে পরিস্থিতি শান্ত করলেন মুখ্যমন্ত্রী

গত মাসে আরামবাগে বন্যাপরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী কামারপুকুর রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন। সেখানেই তিনি নতুন উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী, বোর্ডের প্রধান হবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের এক স্বামীজি। সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। বোর্ডের অন্য সদস্যদের মনোনীত করবেন ওই স্বামীজি। এ ছাড়া এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য ১০ কোটি টাকা অনুদানও ঘোষণা করেছে সরকার। এছাড়া, এআইএস ও কেন্দ্রীয় সিভিল সার্ভিস আধিকারিকদের মতো এবার থেকে ৪০ বছর বা তার বেশি বয়সি ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) ও ডব্লুবিপিএস আধিকারিকদের বাধ্যতামূলক স্বাস্থ্যপরীক্ষা চালু করা হবে। রাজ্যের অর্থ ও স্বরাষ্ট্র দফতর যৌথভাবে এই সিদ্ধান্ত কার্যকর করবে।

Latest article