মুম্বই, ৪ সেপ্টেম্বর : মেয়েদের আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের (World Cup) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। মেগা টুর্নামেন্টের থিম সং গেয়েছেন এই বাঙালি সঙ্গীতশিল্পী। বৃহস্পতিবার আইসিসি-র তরফে এ-কথা ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়। লিগ পর্যায়ে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। যা কোনও আইসিসি প্রতিযোগিতায় টিকিটের সর্বনিম্ন দামের রেকর্ড।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ (World Cup) শুরু হচ্ছে। তার আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার গানে মাতোয়ারা হবেন ক্রিকেটপ্রেমীরা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন থিমের উপর কাজ, লেজার শো-সহ নানা চমক থাকবে। ভারতের চারটি ভেনু ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ।
আরও পড়ুন-নন-রেসিডেন্সিয়াল প্লট রূপান্তর নীতির অনুমোদন মন্ত্রিসভার
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। গুগল পে ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার দেওয়া হয়েছে আইসিসি-র ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং করার জন্য। প্রথম পর্যায়ে টিকিট পাওয়া যাবে ৮ সেপ্টেম্বর সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে অনলাইনে টিকিট পাওয়া যাবে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে।