প্রতিবেদন : বঙ্গ-বিজেপির ভাল শিক্ষক নেই! তাই ওদের সুপরামর্শ দেওয়ারও কেউ নেই। শিক্ষক দিবসে বিজেপি সম্পর্কে এই বক্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, শিক্ষকেরাই ছাত্রদের গড়ে তোলেন। তাঁরা যে শিক্ষা দেন সেই শিক্ষাই সারাজীবন আমাদের পথ চলতে সাহায্য করে। রাজনীতির ক্ষেত্রেও একই কথা খাটে। আমাদের সিনিয়রদের কাছে যা শিখেছি তা এখনও কাজে লাগে। এখন আমরা নতুনদের পরামর্শ দিই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের পথ দেখান। ছাত্র-যুব-নতুন নেতা-বিধায়ক— সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তাঁর দেখানো পথে চলে। তাঁর মতো শিক্ষক আছেন বলেই আমাদের দল আজ এই জায়গায়। প্রশাসন হোক কিংবা দল— তাঁর মূল্যবান পরামর্শে আমরা পথ চলি। মানুষের কল্যাণে কাজ করি। কিন্তু বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষক নেই। তাই ওদের এই দুরবস্থা। রাজনীতির শিষ্টাচার শেখানোর মতো কেউ নেই। এটা ওদের দুর্ভাগ্য। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি বিধায়কেরা যে কুৎসিত আচরণ করছেন আমার কয়েক দশকের পরিষদীয় রাজনীতিতে এই নোংরামো আমি দেখিনি। রাজনীতির মান এত নিচে নামিয়েছে ওরা ভাবা যায় না। এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার বিধানসভায় যা ঘটেছে তা কাম্য নয়। তবে আমি এটুকু বলতে পারি বিধানসভার আইন-রুল বুকে যা আছে সেই অনুযায়ী আমি দুষ্টু ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। বৃহস্পতিবার নিয়েওছি। প্রসঙ্গত, এদিন বিজেপি বিধায়কদের তাণ্ডবে মার্শাল (marshal) দেবব্রত মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় মার্শালকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। বুক-কোমরে বড়সড় আঘাত রয়েছে তাঁর। অধ্যক্ষ জানালেন, বৃহস্পতিবারের গণ্ডগোলের জেরে তাঁর কাছে একটি অভিযোগ জমা পড়েছে। সবদিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।বৃহস্পতিবার রাজ্য বিধানসভা সাক্ষী থাকল একাধিক নজিরবিহীন ঘটনার। বিজেপি বিধায়কেরা এদিন বিধানসভার মান-মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। নিজেদের কৃতকর্মের জন্য পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স, মুম্বইয়ে ফের জঙ্গি হামলার হুমকি