ডাইনি অপবাদ দিয়ে যোগীরাজ্যে কুপিয়ে খুন মহিলাকে

কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নিধনযজ্ঞ অব্যাহত যোগীরাজ্যে। কখনও তান্ত্রিকের পরামর্শে শিশুবলি আবার কখনও বা ডাইনি সন্দেহে নারীনির্যাতন।

Must read

প্রতিবেদন: কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নিধনযজ্ঞ অব্যাহত যোগীরাজ্যে। কখনও তান্ত্রিকের পরামর্শে শিশুবলি আবার কখনও বা ডাইনি সন্দেহে নারীনির্যাতন। গেরুয়া প্রশাসনের অপদার্থতার সুযোগ নিয়ে এবারে ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে পিটিয়ে খুন করল কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা। গণধোলাই দেওয়া হল মহিলার স্বামীকেও। ঘটনাটি ঘটেছে ওবরা থানার পারসোয়ি গ্রামে।

আরও পড়ুন-ধরনায়-বিক্ষোভে উত্তাল ধর্মতলা চত্বর

বৃহস্পতিবার সন্ধ্যায়। ৫৭ বছরের বাবুলাল কাঁওয়ারের বাড়িতে আচমকাই চড়াও হয় একদল গ্রামবাসী। স্বামী বাবুলাল এবং তাঁর স্ত্রী রাজবন্তীকে টেনে-হিঁচড়ে বের করে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। হামলাকারীদের অভিযোগ, বাবুলাল এবং তাঁর স্ত্রী তুকতাক করেন, কালাজাদুও করেন। তাঁদের জন্যই গ্রামে নানারকম অসুখবিসুখ ছড়াচ্ছে, অশান্তি দেখা দিচ্ছে। দম্পতিকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়েই ব্যাপক মারধর করা হয়। কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজবন্তীর। অত্যন্ত সংকটজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে তাঁর স্বামী বাবুলালকে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest article