বধূ নির্যাতনের সংজ্ঞা দিল হাইকোর্ট

ফলে সংসার খরচের জন্যে তাঁর কাছ থেকে সহযোগিতা আশা করা কিংবা অনলাইনে কেনাকাটা করা কখনওই নির্যাতন হতে পারে না।

Must read

প্রতিবেদন : বউ যদি উপার্জনকারী হয়, তাহলে স্ত্রীকে সংসার খরচে সাহায্য করতে অনুরোধ কিংবা সন্তানকে দুগ্ধপানের জন্যে শ্বশুরবাড়ির পরামর্শ কখনই বধূ নির্যাতনের উদাহরণ হতে পারে না। এমনই পর্যবেক্ষণে এই সংক্রান্ত বধূ নির্যাতনের অভিযোগে হাইকোর্টে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অজয়কুমার গুপ্ত পর্যবেক্ষণে জানান, মহিলা শিক্ষিত ও রোজগেরে। ফলে সংসার খরচের জন্যে তাঁর কাছ থেকে সহযোগিতা আশা করা কিংবা অনলাইনে কেনাকাটা করা কখনওই নির্যাতন হতে পারে না।

আরও পড়ুন-ধরনায়-বিক্ষোভে উত্তাল ধর্মতলা চত্বর

আদালত আরও মনে করে, নিজের সন্তানকে খাওয়াতে শ্বশুরবাড়ির লোকেরা বলে থাকলে সেটা কখনওই নিষ্ঠুরতা হতে পারে না। তেমনি আদালত মনে করে যৌথভাবে দখল করা বাড়ির ক্ষেত্রে ইএমআই দিতে বলা কোনও অপরাধ নয়। সম্প্রতি পাটুলি থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন এক গৃহবধূ। একটি কন্যাসন্তান রয়েছে তাঁর। অভিযোগে তিনি জানান, বিয়ের পর থেকে তিনি অনুভব করেন স্বামী তাঁর যোগ্য নন। অভিযোগে মহিলা জানান, কন্যা কাঁদলেই শ্বশুড়বাড়ির লোকেরা তাঁকে জোর করতেন খাওয়ানোর জন্যে। তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার হত। এমনকী পণের জন্যে জোর করার পাশাপাশি পরিবারের একটি ঋণের ইএমআই দিতে তাঁকে বাধ্য করা হত।

Latest article