হাংঝাউ, ৫ সেপ্টেম্বর : ছেলেরা এশিয়া কাপ হকিতে দাপট দেখিয়ে ফাইনালে ওঠার লড়াই করছে। শনিবার সুপার ফোরের শেষ ম্যাচে চিনকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া হরমনপ্রীত সিংয়ের ভারত। মেয়েরাও দাপটে শুরু করল মহাদেশীয় প্রতিযোগিতায়। থাইল্যান্ডকে গোলের সুনামিতে ভাসিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করলেন মুমতাজ খান, সঙ্গীতা কুমারিরা। প্রথম ম্যাচে ১১-০ গোলে থাইল্যান্ডকে হারাল গতবারের ব্রোঞ্জজয়ী ভারত। এই নিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে টানা আটটি ম্যাচে জিতল মেয়েরা।
আরও পড়ুন-বিশ্বায়িত ভুবনেও বঙ্গীয় আদর্শের জয়কেতন উড্ডীয়মান
বিশাল জয়ে জোড়া গোল করেন মুমতাজ, উদিতা ও বিউটি। একটি করে গোল সঙ্গীতা, নবনীত কৌর, লালরেমসিয়ামি, শর্মিলা দেবী এবং ঋতুজা দাদাসো পিসালের। তবে দুর্দান্ত খেলে ভারতীয় দলকে এদিন নেতৃত্ব দিয়েছেন মুমতাজ। আক্রমণাত্মক হকিতে নজর কাড়েন তিনি। মুমতাজই হয়েছেন ম্যাচের সেরা।
প্রথম কোয়ার্টারে মুমতাজ ও সঙ্গীতার গোলে এগিয়ে যায় হরেন্দ্র সিংয়ের দল। দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয়দের আগ্রাসী হকির সামনে কার্যত আত্মসমর্পণ করে থাইল্যান্ড। পরপর দু’টি ফিল্ড গোল করেন অভিজ্ঞ ফরোয়ার্ড নবনীত ও মিডফিল্ডার লালরেমসিয়ামি। এরপর পেনাল্টি কর্নার থেকে গোল উদিতার। বিরতির ঠিক আগে বিউটির গোলে ৬-০ করে উইমেন ইন ব্লু।
শেষ কোয়ার্টারে আরও পাঁচটি গোল করে থাইল্যান্ডের লজ্জা আরও বাড়ান মুমতাজরা। পরপর গোল করেন মুমতাজ, উদিতা, শর্মিলা, বিউটি ও ঋতুজা। গ্রুপে ভারতীয় মেয়েরা শনিবার খেলবে জাপানের বিরুদ্ধে। একই দিনে দেশের মাটিতে হরমনপ্রীতরা নামবেন এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত করতে। কোচ ক্রেগ ফুলটন বললেন, আমরা আমরা শুধু চিন ম্যাচে ফোকাস করছি। আরও নির্ভুল হকি খেলতে হবে আমাদের।