বাংলার অপমানের বিরুদ্ধে বারাকপুরে তৃণমূলের প্রতিবাদ

বারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়।

Must read

সংবাদদাতা, বারাকপুর : বারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার ও বাংলা ভাষার অবমাননার প্রতিবাদে এদিনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-দ্বিতীয় হয়ে সুপার সিক্সে উঠল ডায়মন্ড হারবার, ড্র করে অবনমন পর্বে মহামেডান

উপিস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, সুবোধ অধিকারী সহ অন্যরা। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি উল্লেখ করে বিজেপি সরকারের তুলোধোনা করেন। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপি বাঙালিদের উপর অত্যাচার করছে। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলার মানুষ তা মেনে নেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির এই কার্যকলাপ রুখে দেবে
বাংলার মানুষ।

Latest article