বরফ গলছে ট্রাম্প-মোদির সম্পর্কের! কমবে শুল্ক?

Must read

ট্রাম্পের (modi-Trump) শুল্কবাণের জেরে বন্ধুত্বের সম্পর্কে ভেঙে চুরমার করে দিয়েছিলেন মোদি। কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছিলই। হঠাৎই বরফ গলতে শুরু করেছে শনিবার থেকে। মার্কিন প্রেসিডেন্ট বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই বুকে টেনে নিলেন মোদি। শুক্রবার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে ছিলেন, ‘মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’ আর এরপর শনিবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কাছের বন্ধুই। স্মরণ করালেন, এই তো কয়েক মাস আগে তাঁরা বাগানে বসে সাংবাদিক সম্মেলন করেছেন।

আরও পড়ুন- অভিষেকের নাম করে প্রতারণা, ধৃত অভিযুক্ত

প্রত্যুত্তরে শনিবার সকালে এক্স হ্যান্ডলে মোদি (modi-Trump) জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ-অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন তিনি করেছেন, তার প্রশংসা করি। আমি এর প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।’

ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ জমতে শুরু করে। চিনে সদ্য অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এই ভারত-রাশিয়া-চিনের বোঝাপড়ার নয়া উদ্যোগকে ভালভাবে নেননি ট্রাম্প। ট্রাম্প-মোদির সম্পর্কের মধ্যে বরফ গললেও শুল্ক কি কমবে? উঠছে প্রশ্ন।

Latest article