একাধিক কর্মসূচি কাল উত্তরে মুখ্যমন্ত্রী

আগামী পরশু ১০ তারিখ জলপাইগুড়িতে তাঁর প্রশাসনিক জনসভা-সহ অন্য কর্মসূচিও রয়েছে। এই মুহূর্তে বর্ষার আবহে রয়েছে গোটা উত্তরবঙ্গ।

Must read

প্রতিবেদন : ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছবেন তিনি। আগামী পরশু ১০ তারিখ জলপাইগুড়িতে তাঁর প্রশাসনিক জনসভা-সহ অন্য কর্মসূচিও রয়েছে। এই মুহূর্তে বর্ষার আবহে রয়েছে গোটা উত্তরবঙ্গ। ফলে সেসব দিক দেখেই সবটা স্থির করা হচ্ছে। তবে দীর্ঘদিন বাদে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন।

আরও পড়ুন-জনসংযোগ ও উন্নয়ন প্রচারে জোর অভিষেকের

স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি-সহ উত্তরের আরও দু-একটি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও উত্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা হতে পারে।
বিশেষ করে বৃষ্টির পাশাপাশি ভুটান পাহাড় থেকে যে পরিমাণ জল এসে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লাগোয়া জেলাগুলির একাধিক জায়গায় সমস্যা সৃষ্টি করে থাকে, সেসব বিষয়েও নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে পুজোর মুখে মুখ্যমন্ত্রীর এই উত্তরে যাওয়াকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই যাওয়া নিয়েও প্রশাসনিক ও দলীয়স্তরে সবরকম প্রস্তুতি চলছে। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ যাওয়া নিয়ে আগ্রহ তুঙ্গে।

Latest article