নয়াদিল্লি: বিপুল আর্থিক তছরুপে অভিযুক্ত মেহুল চোকসিকে দেশে ফেরাতে যাতে ভারতীয় জেলের অব্যবস্থা অন্তরায় না হয় সেজন্য বাড়তি তৎপরতা শুরু করল কেন্দ্রীয় সরকার। এর আগেও একাধিক পলাতক ঋণখেলাপি শিল্পপতি এখানকার জেলের পরিকাঠামোগত অব্যবস্থার কথা বলে বিদেশের আদালতে সুবিধা পেয়েছেন। মেহুল চোকসির (Mehul Choksi) ক্ষেত্রে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেজন্য আগেভাগেই বেলজিয়াম সরকারকে প্রয়োজনীয় বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, জেলে থাকলেও অভিযুক্ত চোকসির মানবাধিকার বিপন্ন হবে না। নিরাপত্তা থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়ার বিষয়ে কোনও ফাঁক থাকবে না। আন্তর্জাতিক নিয়মাবলি মেনেই অভিযুক্তকে জেলে রাখা হবে বলে বেলজিয়াম সরকারকে আশ্বস্ত করেছে কেন্দ্র।
আরও পড়ুন-উত্তরসূরির কলমে রাজা রাধাকান্ত দেব
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়াম থেকে চোকসিকে (Mehul Choksi) দেশে প্রত্যর্পণ করার পর তাঁকে মুম্বইয়ের আর্থার রোড জেল কমপ্লেক্সে রাখা হবে। ওই সংশোধনাগারটি দেশের অন্য সংশোধনাগারের তুলনায় নিরিবিলি। নিরাপত্তাও আঁটসাঁট। পাশাপাশি, চোকসির সেলে সর্বক্ষণ নজরদারি চালানো হবে বলে সম্প্রতি বেলজিয়াম প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই চিঠি অনুযায়ী, মুম্বইয়ের আর্থার রোডের ধারের ওই সংশোধনাগারের নির্দিষ্ট সেলে থাকবে খাটের ব্যবস্থা এবং বালিশ, চাদর, কম্বল ও মোটা পরিচ্ছন্ন গদি। পরিশুদ্ধ জল ও সময়মতো পুষ্টিকর খাবার দেওয়া হবে। থাকবে ব্যায়াম করার ব্যবস্থা এবং চিকিৎসকের সুবিধাও। এত কাণ্ডের পর পলাতক ঋণখেলাপি শিল্পপতিকে কবে ভারতে ফেরানো যায় সেটাই এখন বড় প্রশ্ন।