কিয়েভ: ভারতের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তকে এই প্রথমবার সমর্থন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelensky)। ভারতের নাম উল্লেখ না করেই এই বিষয়ে নিজের মত জানিয়েছেন রাশিয়ার শত্রুদেশের এই শীর্ষনেতা। মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি (Zelensky) এই মন্তব্য করেন। তাঁকে চিনের তিয়ানজিন শহরে প্রধানমন্ত্রী মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিক জানতে চান, আপনার কি মনে হয় ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্ত ব্যর্থ? এর জবাবে জেলেনস্কি বলেন, আমি মনে করি যেসব দেশ রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চলেছে, সেইসব দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সঠিক। তাৎপর্যপূর্ণভাবে এই মন্তব্য করে ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি সমর্থন করলেন। একইভাবে এই প্রথম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের উদ্দেশে তোপ দাগেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন হুমকি অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বিষয়টিকে নয়াদিল্লির বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ বা শুল্ক-জরিমানা বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন-জুঁইফুল লাগিয়ে অস্ট্রেলিয়ায় লক্ষাধিক টাকা জরিমানা ভারতীয় অভিনেত্রীর!