প্রয়াত সাংবাদিক সংকর্ষণ ঠাকুর

Must read

নয়াদিল্লি: সাংবাদিক-সম্পাদক সংকর্ষণ ঠাকুরের (Sankarshan Thakur) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে সোমবার সকালে প্রয়াত হন এই বিশিষ্ট সাংবাদিক। ৬৩ বছর বয়সে গুরগাঁওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাতীয় স্তরের লেখক, সাংবাদিক ও সম্পাদকের প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার সম্পাদক সংকর্ষণ ঠাকুরের (Sankarshan Thakur) প্রয়াণে গভীর শোকাহত। তিনি একজন মেধাবী এবং বিশিষ্ট সাংবাদিক ছিলেন, সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের উপর তাঁর উল্লেখযোগ্য লেখা ছিল। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা। এরাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শোকপ্রকাশ করেন সাংবাদিক সংকর্ষণের প্রয়াণে। তিনি উল্লেখ করেন, সংকর্ষণ ছিলেন খুব কমসংখ্যক সাংবাদিকদের মধ্যে একজন, যিনি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ঘুরে সঠিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব দিয়েছিলেন। শুধু মুখের কথায় বিশ্বাস করে সাংবাদিকতা করেননি। কাশ্মীর ও বিহারের রাজনীতির উপর বিশেষ কাজ রয়েছে প্রয়াত সাংবাদিকের। তাঁর প্রয়াণে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ও এডিটর্স গিল্ডের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়। কংগ্রেস সাংসদ শশী থারুর, মল্লিকার্জুন খাড়গেও শোকবার্তা প্রকাশ করেন।

আরও পড়ুন-ক্ষুব্ধ পুজোর উদ্যোক্তারা মানবেন না দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীর আজব ফতোয়া

Latest article