আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরে

আজ ফের উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : আজ ফের উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাল, বুধবার জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ মানুষের হাতে একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি চা-বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, গণতন্ত্র সুরক্ষার বার্তা বিরোধী জোটের প্রার্থীর

এ ছাড়াও প্রশাসনিক বৈঠক, জেলার উন্নয়ন নিয়ে আলোচনাসভা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। বিশেষ করে ভুটান পাহাড় থেকে বর্ষার জলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায় যে সমস্যার সৃষ্টি হয়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বৃষ্টি-পরিস্থিতির দিকটিও মুখ্যমন্ত্রীর সফরের সূচি নির্ধারণে গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন বাদে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি ও আশপাশের জেলাগুলির মানুষ মুখিয়ে রয়েছেন তাঁর বক্তব্য শোনার জন্য।

Latest article