ফের একবার ভিন দেশে খুন ভারতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (California) প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করছিলেন এক ব্যক্তি আর সেই কুকর্মে বাধা দিতে গিয়েছিলেন ভারতীয় এক যুবক। এতেই ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলেই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। ৬ই সেপ্টেম্বরের এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
আরও পড়ুন-আবার জারি হল কালো আইন
জানা গিয়েছে, ২৬ বছরের ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা কপিল এক কৃষক পরিবারের ছেলে। পরিবার সূত্রে খবর, ২০২২ সালে ডাঙ্কি রুট ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে যান কপিল। এর জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করতে হয় তাঁকে। কপিলকে প্রথমে গ্রেফতার করা হয়, পরে আইনি প্রক্রিয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছিলেন। কপিল ক্যালিফোর্নিয়ার একটি দোকানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সেখানে গিয়ে সংসারের হাল ধরেছিলেন কপিল। তারমধ্যেই এই ঘটনায় রীতিমত বিপর্যস্ত কপিলের পরিবার।
আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরে
সূত্রের খবর, কপিল একজনকে দোকানের বাইরে প্রস্রাব করতে দেখে নিষেধ করেছিলেন আর তার ফলেই ওই ব্যক্তি কোন কথা না বলে গুলি চালিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশে ফোন করলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে চিকিৎসকরা কপিলকে মৃত বলে ঘোষণা করেন। নিজেদের সর্বস্ব বিক্রি করে কপিলকে বিদেশে পাঠিয়েছিলেন তাঁর পরিবার। এক আত্মীয় কপিলের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনতে কেন্দ্র এবং হরিয়ানা সরকারের কাছে সহায়তা চেয়েছেন। তবে মার্কিন পুলিশ এখনও হামলাকারীর নাম বা পরিচয় জানাতে পারেনি।