পুজোর প্রস্তুতি নিয়ে বুধে বৈঠকে নগরপালের

শুরু হয়ে গিয়েছে পুজোর (Durga puja)কাউন্টডাউন।

Must read

শুরু হয়ে গিয়েছে পুজোর (Durga puja)কাউন্টডাউন। ইতিমধ্যেই প্যান্ডেলের রূপসজ্জা প্রায় শেষের দিকে। যেকোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন। এই মর্মে কাল, বুধবার সন্ধ্যা ৬টায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পুজো প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছে লালবাজার (Lalbazar)।

আরও পড়ুন-বর্বরতার চূড়ান্ত নিদর্শন যোগীরাজ্যে! ওষুধ আনতে গিয়ে জীবন্ত দগ্ধ মহিলা

প্রতিবছর, দেখা যায় দুর্গাপুজোর সময়ে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে সকালের দিকে পুলিশের উপস্থিতি অনেকটাই কমে যায় কিন্তু দর্শনার্থীদের ভিড় থাকে। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেয়ে যান উদ্যোক্তারা। তাই এবার পুজোয় উদ্যোক্তারা এই সমস্যার সমাধান চেয়ে ভোরের দিকেও মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন চাইছেন। পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে এই সংক্রান্ত অনুরোধ রাখবেন শহরের পুজো উদ্যোক্তারা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বুদ্ধিলোপের কারিগর

এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রায় ১৫০০ পুজো উদ্যোক্তা। এছাড়াও উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার আধিকারিক, সিইএসসি, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-সহ প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। হাইকোর্টের নির্দেশিকা, অনলাইন পারমিট ব্যবস্থা, প্যান্ডেল নির্মাণের বিধিনিষেধ, চাঁদা আদায়ের নিয়ম, বিসর্জন ও ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা হতে চলেছে বলে জানা গিয়েছে। তবে পুলিশের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, উদ্যোক্তাদের সমস্যা এড়াতে চলতি বছর অনলাইন পারমিট প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। তবে আদালতের নির্দেশিকা ও প্রশাসনিক নিয়ম না মানা হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

Latest article