ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ঘিরে নেপালে (CM Mamata Banerjee- Nepal) ছড়িয়েছে অশান্তি। তার আঁচ যাতে পশ্চিমবঙ্গে না পড়ে, সেই জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এরমধ্যে তিন দিনের সফরে মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তার ফলে ওই সফরকে কেন্দ্র করে নেপাল সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি
সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee- Nepal) বলেন, ‘প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন। নেপাল নিয়ে যা বলার কেন্দ্র বলবে। প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি’।
আরও পড়ুন- পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যেই উত্তরবঙ্গের আইজি, দার্জিলিংয়ের পুলিশ সুপার এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারকে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন। কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে প্রথম থেকেই কড়া হাতে মোকাবিলা করার বার্তাও দেওয়া হয়েছে।
সোমবার রাতেই ডিজিপি সরাসরি দার্জিলিংয়ের এসপি এবং সীমান্তবর্তী অন্যান্য জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন। এ দিন সকালে নেপালের কাঁকরভিটা সীমান্তের ওপারে টায়ার জ্বালানোর ঘটনা ঘটতেই দার্জিলিংয়ের এসপি ঘটনাস্থলে পৌঁছে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ফোর্স, র্যাফ ও কমব্যাট ফোর্স। পাশাপাশি মিরিক সংলগ্ন পশুপতিনগর, পানিট্যাঙ্কি এবং কাঁকরভিটা এলাকায় বাড়ানো হয়েছে ইন্টেলিজেন্স নজরদারি।