EPIC কার্ডকেও SIR-এর অন্তর্ভুক্ত করা উচিত, দাবি তৃণমূল সুপ্রিমোর

Must read

“আমি মনে করি EPIC কার্ডকেও (SIR-এর) অন্তর্ভুক্ত করা উচিত। ভোটার কার্ড একটি পরিচয়পত্র এবং আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের নেই, তাঁরা বানিয়ে নেবেন।“ মঙ্গলবার, উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবারই দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আধার কার্ডও এসআফআরের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। তার পরদিনই এই বিষয় নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এপিক কার্ডও পরিচয়পত্র হিসেবে গণ্য করা উচিত। বলেন, “আমি মনে করি EPIC কার্ডকেও (SIR-এর) অন্তর্ভুক্ত করা উচিত। ভোটার কার্ড একটি পরিচয়পত্র এবং আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের নেই, তাঁরা বানিয়ে নেবেন।“ তাঁর রক্তক্ষয়ী আন্দোলনের জেরেই চালু হয় সচিত্র পরিচয়পত্র।

আরও পড়ুন- প্রবল বিক্ষোভে জ্বলছে নেপাল: রাস্তায় ফেলে মার অর্থমন্ত্রীকে, ইস্তফা দিতে বাধ্য হলেন বাম প্রধানমন্ত্রী ওলি

মমতা বলেন, “আমরা SIR-এর বিরুদ্ধে। তিনজন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে, SIR করতে ২–৩ বছর সময় লাগে, হঠাৎ করে করা যায় না। আমাদের দলের অবস্থান স্পষ্ট এবং সেটা INDIA ব্লকের অবস্থানের সঙ্গে একই।“

শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বিমানবন্দরে তিনি জানান, “জেলাশাসকদের সঙ্গে আমার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বৈঠক আছে এবং পাট্টা বিতরণও আছে। আগামিকাল আমি জলপাইগুড়ি যাব। আমাদের কাছে ১১,০০০ পাট্টা প্রস্তুত আছে। উত্তরবঙ্গের জন্য বাড়ি তৈরির পরিকল্পনাও করা হয়েছে। পরের দিন আমি ফিরব। খারাপ আবহাওয়ার কারণে আমাদের গাড়িতে যেতে হবে।“

Latest article