কণ্ঠস্বর দমনে রক্তপাত গ্রহণযোগ্য নয়! নেপালের পরিস্থিতিতে ক্ষুব্ধ ভূমিকন্যা-মনীষা

Must read

সরকারবিরোধী গণবিক্ষোভে উত্তাল নেপাল। এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২২ জন। আহত প্রায় ৩০০। এমন অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী তথা নেপালের মেয়ে মনীষা কৈরালা (Manisha Koirala- Nepal)।

মনীষা (Manisha Koirala- Nepal) বলেন, “আজ নেপালের কালো দিন। যখন দুর্নীতি বিরোধী স্লোগান ও ন্যায়ের দাবির জবাব গুলি দিয়ে দেওয়া হয়, তখন সেটাই দেশের জন্য কালো অধ্যায় হয়ে থাকে।” ইনস্টাগ্রামে নিজের পোস্টে রক্তমাখা ছবিও শেয়ার করেছেন বলি অভিনেত্রী। একইসঙ্গে লিখেছেন, দুর্নীতি বিরোধী আন্দোলনের কণ্ঠস্বর দমন করতে রক্তপাত কোনও দিনই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন- প্রবল বিক্ষোভে জ্বলছে নেপাল: রাস্তায় ফেলে মার অর্থমন্ত্রীকে, ইস্তফা দিতে বাধ্য হলেন বাম প্রধানমন্ত্রী ওলি

কাঠমান্ডুতে জন্ম মনীষার। তিনি নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতি মনীষার রন্ধ্রে রন্ধ্রে। সেই কারণে আন্দোলনকারী তরুণদের রক্তে ঝরায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটছে অভিনেত্রীর।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘোষণায় হঠাৎই বন্ধ করে দেওয়া হয় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ক্রমশ ঘনিয়ে আসছিল সরকারের বিরুদ্ধে, আর সেই ক্ষোভ প্রথমে ছড়িয়ে পড়ে ডিজিটাল দুনিয়ায়। এরপরই রাস্তায় নামে মূলত জেনারেশন জি-র তরুণরা। হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের ভিতরে ঢুকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট— সবকিছুর পরও বিক্ষোভ থামেনি। চাপের মুখে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে মঙ্গলবার আগুন জ্বলছে নেপালজুড়ে।

Latest article