প্রতিবেদন : বড়দিন চলে গেলেও রাজধানী দিল্লি সহ উত্তর ভারত জুড়ে শীতের প্রকোপ এখনও আছে৷ জাতীয় আবহাওয়া দফতর তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, উত্তর দিল্লি, যমুনানগর, হরিয়ানার কিছু অংশ এবং উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী এলাকায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাশ্মীরের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। রবিবার থেকে দুইদিনের মধ্যে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে।
আরও পড়ুন-দলের ধমক খেয়ে ডিগবাজি
রবিবার হরিয়ানা এবং পাঞ্জাবের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক সীমার কাছাকাছি ছিল৷ আবহাওয়া বিভাগের মতে, দুই রাজ্যের যৌথ রাজধানী চণ্ডীগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে৷ হরিয়ানার আম্বালায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি, হিসারে ৮.৬ ডিগ্রি, এবং গুরুগ্রামে ১১.৭ ডিগ্রি ছিল। রবিবার হরিয়ানার পঞ্চকুলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬. ৭ ডিগ্রি। কাশ্মীরের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় আবহাওয়া অফিস রবিবার থেকে দুইদিনের মধ্যে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন-বাঙালি কাঁকড়াদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিজেপির পার্টি অফিস, ক্ষোভ বাবুল সুপ্রিয়র
জাতীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কোকারনাগ এবং পাহলগাম বাদে উপত্যকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পেয়েছে। উপত্যকার প্রবেশদ্বার কাজিগুন্ডে সর্বনিম্ন মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে রবিবার সকাল থেকেই দিল্লিতে দূষণের নিরিখে বাতাসের মান ‘গুরুতর বিভাগে’ নেমে যায়৷ বায়ুর গুণমান সূচক ছিল ৪৩০।