নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের আরেকটি ভুল এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। রবিবার এক ট্যুইট বার্তায় তিনি বলেন, মোদি সরকার ১ জানুয়ারি থেকে আরেকটি ভুল পদক্ষেপ নেওয়ার দিকে যাচ্ছে৷ টেক্সটাইলের উপর জিএসটি বাড়িয়ে ৫% থেকে ১২% করা হয়েছে।
আরও পড়ুন-শীতের সঙ্গে এবার বৃষ্টির পূর্বাভাস
এর ফলে এক ঝটকায় যেমন দেড় কোটি মানুষ চাকরি হারাবেন ঠিক তেমনই বন্ধ হয়ে যাবে ১ লক্ষ ইউনিট। সাধারণ মানুষ যাতে এই আসন্ন বিপদ থেকে রক্ষা পায় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি৷ মোদিকে অমিত মিত্রর বার্তা, এখনই একটি জিএসটি কাউন্সিলের সভা ডাকুন৷ আগামী দিনে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিপদে পড়ার আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে বদলে ফেলা উচিত।
উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করেন টেক্সটাইল ক্ষেত্রে যেন নতুন করে জিএসটি বাড়ানো না হয়। একইসঙ্গে জিএসটি কাউন্সিলের জরুরি বৈঠক ডাকতে এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন।