রাঁচি থেকে গ্রেফতার এক সন্দেহভাজন ISIS জঙ্গি

ঝাড়খণ্ড ATS এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন ISIS জঙ্গি। অনেকদিন ধরেই তাঁর খোঁজ চলছিল।

Must read

ঝাড়খণ্ড ATS এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন ISIS জঙ্গি। অনেকদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। ধৃত ব্যক্তির নাম আশার দানিশ, বোকারো জেলার পেটওয়ারের বাসিন্দা। ওই ব্যক্তি ISIS জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-বাঘের খাঁচায় এবার স্থানীয়দের হাতে আটক বনকর্মীরা

পুলিশ সূত্রে খবর, আজ়হার দানিশের নামে দিল্লিতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই তাঁর খোঁজ শুরু করে পুলিশ। জঙ্গি যোগের তথ্য বেরিয়ে আসে। এরপরেই খবর পেয়ে ঝাড়খণ্ডের রাঁচির ইসলামনগরে অভিযান চালায় দিল্লি, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের বিশেষ টিম। সেখান থেকেই ধরা পড়ে দানিশ। সন্দেহভাজন এই ISIS জঙ্গিকে জেরা করে ভারতে তাদের নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাইছেন তদন্তকারীরা। ভারতে কোনও নাশকতার ছক কষছিল কিনা তারা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে বুধবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে আফতাব নামে আরও এক সন্দেহভাজন ISIS জঙ্গিকে। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। দেশের বিভিন্ন রাজ্যের ১২টিরও বেশি জায়গায় বিশেষ সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলি তল্লাশি চালাচ্ছে।

Latest article