মাদ্রাসা সার্ভিস কমিশন কাটল নিয়োগ-জট

১৫ বছর পর অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa service commission) গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট

Must read

প্রতিবেদন : বাম আমলের নিয়োগ জটিলতার অবসান। ১৫ বছর পর অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa service commission) গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতি পার্থসারথি সেনের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল।

আরও পড়ুন-২৬-এ বিজেপিকে ছাব্বিশে নামাবে

একক বেঞ্চ তাঁর রায়ে জানান, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। ২১ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে। এর ফলে ২৯২টি শূন্যপদ পূরণে আপাতত জট কাটল।

Latest article