পুজো কমিটির সঙ্গে পুলিশের সমন্বয় সভা

কৃষ্ণনগর জেলা পুলিশের (police) উদ্যোগে বুধবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় সভা হল।

Must read

সংবাদদাতা, নদিয়া : কৃষ্ণনগর জেলা পুলিশের (police) উদ্যোগে বুধবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় সভা হল। ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, নদিয়ার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক এস অরুণ প্রসাদ, পুলিশ সুপার অমরনাথ, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, নবদ্বীপের বিধায়ক-সহ অন্যরা।

আরও পড়ুন-ফেডারেশনের বিরুদ্ধে মামলা খারিজ

অনুষ্ঠানে শেষে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ব্লকের পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রীর পুজো অনুদানের এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর জেলার প্রায় ১৫৭৫টি পুজো অনুদানের টাকা পাচ্ছে। সাংসদ মহুয়া মৈত্র জানান, সকলেই আনন্দ উৎসবে মেতে উঠুন, কিন্তু অন্যের সমস্যা সৃষ্টি না করে।

Latest article