বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক

বৃহস্পতিবার সকালে বিধাননগর (Bidhannagar) মহকুমা হাসপাতালের বহির্বিভাগের আগুন ঘিরে আতঙ্ক।

Must read

বৃহস্পতিবার সকালে বিধাননগর (Bidhannagar) মহকুমা হাসপাতালের বহির্বিভাগের আগুন ঘিরে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তবে, তার আগে হাসপাতালের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। দমকলের এক আধিকারিক এদিনের ঘটনা প্রসঙ্গে জানান, শর্ট সার্কিট নয়, বাইরে থেকে পাতা বা এই জাতীয় কোনও সামগ্রী পড়ে বা প্রচন্ড পরিমান তাপ থেকে এই বিপত্তি ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-বড় সাফল্য কলকাতা পুলিশের! গিরিশ পার্কে পুলিশের জালে ৬ পাচারকারী, উদ্ধার একাধিক নাবালিকা

বিধাননগর মহকুমা হাসপাতালে আউটডোর বিল্ডিংয়ের বাইরে বসানো এসি মেশিন থেকে হঠাৎ করেই ধোঁয়া বেরোতে দেখে রীতিমত ভয় পেয়ে যায় রোগীরা ও আত্মীয় পরিজনরা। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আউটডোরে প্রাণভয়ে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় দমকলের দুটো ইঞ্জিন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথমেই আগুন নজরে আসায় বড়সড় কোনও বিপদ হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। তবে কীভাবে ওই এসি মেশিনে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়।

Latest article