ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চালু ডিজিটাল বায়োমেট্রিক

মঙ্গলবার সরকারি উদ্যোগে এই ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় পত্রের শুভ সূচনা হল ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে।

Must read

উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মালদা (Malda) শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চালু হয়ে গেল ডিজিটাল বায়োমেট্রিক। মঙ্গলবার সরকারি উদ্যোগে এই ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় পত্রের শুভ সূচনা হল ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে।

আরও পড়ুন-বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক

এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মন্ডল, ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর রায় প্রমুখ। এই প্রথম সরকারি উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় পত্রের সূচনা হয়।

আরও পড়ুন-বড় সাফল্য কলকাতা পুলিশের! গিরিশ পার্কে পুলিশের জালে ৬ পাচারকারী, উদ্ধার একাধিক নাবালিকা

এই প্রসঙ্গে জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ আনন্দের সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলাপরিষদের ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করে ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় চালু করা হয়েছে। এই নিয়মের অন্তর্ভুক্ত হলে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছচ্ছে কিনা বা ছুটির পর সঠিক সময়ে বিদ্যালয় থেকে বাড়ির দিকে গেল কিনা সেই ব্যাপারে অভিভাবিকরা নিশ্চিত হতে পারবেন। সবমিলিয়ে রাজ্যের তরফে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে এমন এক পদক্ষেপে খুশি বিভিন্ন মহল।

 

Latest article