দুই বাঘিনির মৃত্যুতে বিশেষ তদন্ত কমিটি

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মৃত্যু হয় ১৭ বছরের বাঘিনি পায়েলের। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল তাকে।

Must read

প্রতিবেদন : আলিপুর চিড়িয়াখানায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। প্রাথমিকভাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বাঘিনি রূপা ও পায়েলের। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না।

আরও পড়ুন-নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানেই দৌড়ে পিছিয়ে গেলেন সুশীলা, তবে জনপ্রিয়তার শীর্ষে কে?

তাই ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করেছে সেন্ট্রাল জু কমিটি। বৃহস্পতিবার আলিপুর পশু হাসপাতালে মৃত বাঘিনি দুটির ময়নাতদন্ত করা হচ্ছে তিন পশু চিকিৎসকের নেতৃত্বে। পুরো ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে। ময়নাতদন্তের ফলাফল হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে ভিসেরা পরীক্ষাও করা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মৃত্যু হয় ১৭ বছরের বাঘিনি পায়েলের। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল তাকে। কিন্তু দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিল সে। অন্যদিকে, বুধবার সকালে মৃত্যু হয় ২১ বছরের সাদা বাঘিনি রূপার।

Latest article