এক বছর বাড়ল এলটিসির মেয়াদ, রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

পুজোর আগেই বড় সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। রাজ্যের সরকারি কর্মীদের লিভ ট্র্যাভেল কনসেশনের (LTC) মেয়াদ এবার একবছর বাড়াল রাজ্য।

Must read

পুজোর আগেই বড় সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। রাজ্যের সরকারি কর্মীদের লিভ ট্র্যাভেল কনসেশনের (LTC) মেয়াদ এবার একবছর বাড়াল রাজ্য। একইভাবে হোম ট্র্যাভেল কনসেশন (HTC) এর সময়সীমাও বাড়ানো হয়েছে। আজ, বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির আমেজ। এই বিজ্ঞপ্তির পর দেখা গেল যারা নির্ধারিত সময়ের মধ্য়ে এই এলটিসির সুবিধা নিতে পারেননি, তারা আগামী এক বছরের মধ্যে সেটা নিতে পারবে।

আরও পড়ুন-পায়ের কাছে রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রের ছবি, ক্ষমা চান সুকান্ত : তৃণমূল

নবান্ন সূত্রের খবর, ৩১ অক্টোবর ২০২৫ LTC বা লিভ ট্র্যাভেল কনসেশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। প্রতি তিনবছরে একবার এই সুবিধা সরকারি কর্মচারীরা পান। এবার ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সেটা বাড়ানো হল। এছাড়া HTC নির্ধারিত মেয়াদও এক বছর বাড়ানো হল। অতএব গত তিন বছরের মধ্যে যে সব সরকারি কর্মী এই সুবিধা নেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে এই সুবিধা নিতে পারবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে জানানো হয়েছে, এই এক বছরের বাড়তি সময় একবারের জন্যই দেওয়া হচ্ছে। ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে এটি কোনও প্রভাব ফেলবে না। পুরনো ছুটির মেয়াদ বাড়লেও নিয়ম মেনে চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা।

Latest article