ভারত-পাক ম্যাচের পক্ষেই সুপ্রিম কোর্ট

Must read

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে চার আইনজীবী আবেদন করেছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচ রবিবার। শুক্রবার শুনানির জন্য মামলা যেন তালিকায় রাখা হয়। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ মামলা তা খারিজ করে জানিয়ে দেয়, খেলা খেলার জায়গায় থাকবে। ম্যাচ অবশ্যই হবে।

আরও পড়ুন-শিকাগো বক্তৃতার ১৩৩ বছর স্মরণে বাংলা জুড়ে ফুটবলযজ্ঞ, লক্ষ্য বাঙালি ফুটবলার তুলে আনা শুরু স্বামী বিবেকানন্দ কাপ

পহেলগাঁওয়ের ঘটনার কারণে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলা উচিত নয় বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। দেশের শীর্ষ আদালতের (Supreme Court) সুরেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব জানিয়েছেন, এটা নিয়ে বড় ইস্যু করা উচিত নয়। কপিল বলেছেন, সরকারের একটা অবস্থান রয়েছে। তারা তাদের কাজ করবে। খেলোয়াড়দের কাজ খেলা। আমি বলব, মাঠে নেমে খেলো এবং জিতে ফেরো। খেলোয়াড়দের অন্য কিছুতে মন দেওয়ার দরকার নেই। ফোকাস রাখুক শুধু খেলায়। এটা নিয়ে অহেতুক কিছু বলার দরকার নেই। বড় ইস্যু করাও উচিত নয়।
এশিয়া কাপে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে অভিযান শুরু করেছে ভারত। কপিলের বিশ্বাস ভারত ট্রফি জিতেই ফিরবে। প্রাক্তন অলরাউন্ডার বলেন, আমাদের দল খুবই ভাল। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। আমাদের আশা, ওরা ট্রফি নিয়েই ফিরবে।

Latest article