ঢাকে কাঠি পড়তে আর মাত্র ক’দিন। সেই সঙ্গে টলিপাড়াতেও জোরকদমে চলছে প্রস্তুতি। সেখানে ছবির মহোৎসব। মুক্তি পাচ্ছে তিন-তিনটে ব্লকবাস্টার্স ছবি। হবে টক্কর। কে জিতবে দর্শকমন,বক্স অফিস যাবে কার দখলে। কারণ তিনটে ছবিই হেভি ওয়েট এবং বিগ বাজেটের। এর মধ্যে দুটো ঐতিহাসিক কাহিনি-নির্ভর মহাকাব্যিক ছবি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’, আর তিন নম্বরটি হল উইনডোজ প্রডাকশনের নন্দিতা-শিবপ্রসাদের অ্যাকশন প্যাক ছবি ‘রক্তবীজ ২’।
দেবী চৌধুরাণী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। সেই ছবিতে দোর্দণ্ডপ্রতাপ ডাকাতরানির চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। সেই দেবী চৌধুরাণীর চরিত্রে এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মুক্তি পাচ্ছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি ‘দেবী চৌধুরাণী’। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে কোনও খামতি রাখেননি শ্রাবন্তী। ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। শিখেছেন যুদ্ধকলাও। এ-ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী প্রমুখ। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।
রঘু ডাকাত
বাংলায় রঘু ডাকাতের (Raghu Dakat) মতো এমন ‘বিখ্যাত’ ডাকাত বোধহয় আর তেমন আসেনি! নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল এই রঘু ডাকাত। সেই ভয়াল-ভয়ঙ্কর রঘুর কাহিনি নিয়ে তৈরি হয়েছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করে দিয়েছে টিম ‘রঘু ডাকাত’। জেলায় জেলায় যাচ্ছেন তাঁরা। ২৬ সেপ্টেম্বরের ভোরের জন্য প্রহর গোনা শুরু করেছেন দেব-অনুরাগী-সহ ভাল ছবির দর্শকেরা। তাঁদের প্রচার পর্ব যেন এক উৎসবের আকার নিয়েছে। এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেনচারের ব্যানারে ছবির প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ও দেব অধিকারী। প্রধান চরিত্রে দেব ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল-সহ আরও অনেকে।
রক্তবীজ ২
আবার মুনির আলম এবং পঙ্কজ সিনহার দ্বৈরথ শুরু হবে। এবার পুজোয় দুজনে সম্মুখসমরে। কে জিতবে, কে হারবে সেই নিয়ে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রডাকশনের পলিটিকাল অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ’ ২। ‘রক্তবীজ’-এর সিক্যুইল নিয়ে চর্চা চলছিল বহুদিন ধরেই। বহু প্রতীক্ষিত সেই সিক্যুইল এবার পুজোয় বড়পর্দায়। পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কাহিনি এবং চিত্রনাট্য জিনিয়া সেন। অভিনয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় প্রমুখ।
এছাড়া আবির চট্টোপাধ্যায়ের আরও একটি জমজমাটি ছবি মুক্তি পাচ্ছে এই পুজোতেই। ‘যতো কাণ্ড কলকাতায়’। ফের একবার গোয়েন্দা-চরিত্রে দেখা যাবে তাঁকে। যার মগজাস্ত্রের খেল দেখতে বাঙালি তৈরি। ছবির প্রযোজক ফিরদৌসল হাসান, পরিচালক অনীক দত্ত।