রাজ্যের উদ্যোগে নেপাল থেকে বাড়ি ফিরলেন হিড়বাঁধের ৯ পরিযায়ী শ্রমিক

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : নেপালের সাম্প্রতিক অশান্তি থেকে কার্ফু জারির কারণে বেশ কয়েকদিন বীরগঞ্জ, কাঠমাণ্ডুর কারখানায় কার্যত গৃহবন্দি থাকার পর শেষ পর্যন্ত শুক্রবার বাঁকুড়ার হিড়বাঁধ এলাকার গ্রামের বাড়ি ফিরে এলেন ৯ পরিযায়ী শ্রমিক (migrant worker)। প্রসঙ্গত, একসময় বিখ্যাত ছিল বাঁকুড়া জেলার কাঁসার বাসন শিল্প। কিন্তু নানা কারণে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে ম্লান হতে হতে এই শিল্প আজ প্রায় ধুঁকছে। আর এই শিল্পের দক্ষ শ্রমিকেরা (migrant worker) এখন পরিয়ায়ী শ্রমিক হিসাবে অনেকেই কাজ নিয়ে চলে যান নেপালের বীরগঞ্জ, কাঠমান্ডু-সহ বিভিন্ন এলাকার কাঁসার বাসন তৈরির কারখানায়। হঠাৎই নেপালের রাজনৈতিক পালাবদলের ফলে সে দেশের সাম্প্রতিক অশান্তিতে সেখানেই আটকে পড়েন বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের মলিয়ান, সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর-সহ বিভিন্ন এলাকার কয়েকশো পরিযায়ী শ্রমিক। নেপালের অশান্তি ও কার্ফুর জেরে তাঁরা সেখানকার কারখানাগুলিতেই কার্যত কদিন বন্দি হয়ে ছিলেন। ভারতীয়দের দেশে ফেরার জন্য দৈনিক কয়েক ঘণ্টা কার্ফু শিথিল হতেই তাঁদের কেউ কেউ হেঁটে, আবার কেউ বাড়তি টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েন বাড়ি ফেরার উদ্দেশ্যে। বীরগঞ্জ থেকে অনেকে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে পৌঁছান বিহারের রক্সৌলে। সেখান থেকে রাজ্যের উদ্যোগে বাড়ি ফিরে আসতে সক্ষম হন ট্রেনে। শুক্রবার এভাবেই বাঁকুড়ার গ্রামে নিজেদের বাড়ি ফিরে আসেন হিড়বাঁধের ৯ জন পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর এভাবে নিরাপদে নিজেদের গ্রামে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। দুশ্চিন্তামুক্ত হয়েছেন এঁদের পরিবারের সদস্যরাও।

আরও পড়ুন- গ্রামীণ শিল্পীদের তৈরি সামগ্রী নিয়ে শহরে এবার পুজোর মেলা

Latest article