সংবাদদাতা, ঝাড়গ্রাম : ‘লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার অর্থনীতি আজ এত চাঙ্গা হয়েছে।’ ঝাড়গ্রামের ডিএম হলে জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় আরও একবার জানালেন মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (chandrima bhattacharya)। বললেন, বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বাংলার লক্ষ্মীদের হাতে টাকা দিয়েছেন বলেই এখানে অর্থনীতি আজ এত চাঙ্গা। যখন সারা দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তখন বাংলায় বাজার ঊর্ধ্বগামী হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যেই। আরবিআই-ও যার প্রশংসা করেছে। সভায় আসা মহিলাদের কাছে মহিলা তৃণমূল কর্মীদের জন্য নতুন স্লোগান : ‘মহিলাদের শক্তিই মূল, দিদির তৈরি তৃণমূল।’ এই স্লোগান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান চন্দ্রিমা। বলেন, অন্য রাজ্য তৃণমূলকে অনুসরণ করছে। অন্য দেশ নারীদের অধিকারের জন্য নারীদিবস পালন করে আর বাংলায় নারীদের অধিকার দেওয়া হয়েছে বলে বাংলায় নারীদিবস পালন করা হয়। বাংলা ভাষার ওপর সন্ত্রাস নিয়ে প্রতিবাদ চলছে। চন্দ্রিমার (chandrima bhattacharya) কথায়, গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের সভার প্যান্ডেল খুলতে কেন্দ্র সরকার ন্যক্কারজনকভাবে সেনাদের ব্যবহার করেছে।
আরও পড়ুন- গ্রামীণ শিল্পীদের তৈরি সামগ্রী নিয়ে শহরে এবার পুজোর মেলা