প্রতিবেদন : কলকাতা প্রেস ক্লাব আয়োজিত মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ‘রিপোর্টার্স কাপ’-এ চ্যাম্পিয়ন বিশ্ববাংলা সংবাদ। প্রথম নিউজ পোর্টাল হিসেবে প্রেসক্লাব টুর্নামেন্টে খেতাব জয়। রানার্স সংবাদ প্রতিদিন। লড়াই করেও সেমিফাইনালে বিদায় নেয় ‘জাগোবাংলা’। ১১ দলকে নিয়ে একদিনের জমজমাট মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। প্রিন্ট, বৈদ্যুতিন, ডিজিটাল মিডিয়া হাউসগুলি অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, গৌতম সরকার এবং কুন্তলা ঘোষদস্তিদার।
আরও পড়ুন-বাংলার শ্রমিককে কুপিয়ে খুন করা হল অন্ধ্রপ্রদেশে
বরাবরের মতো খেলা পরিচালনা করলেন ময়দানের মহিলা রেফারিরা। প্রথম ম্যাচে বাংলা জাগোকে হারায় বিশ্ববাংলা সংবাদ। কোয়ার্টার ফাইনালে ইকো অফ ইন্ডিয়াকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে ওঠে বিশ্ববাংলা সংবাদ। সেমিফাইনালে প্রেস ক্লাব ‘এ’ দলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে যায় বিশ্ববাংলা সংবাদ। ফাইনালের প্রতিপক্ষ ছিল সংবাদ প্রতিদিন। ম্যাচের আগে দু’দলের ফুটবলারদের শুভেচ্ছা জানান সাংবাদিক কুণাল ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক। ফাইনাল ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বিশ্ববাংলা সংবাদ। জয়সূচক গোলটি করেন দেবজিৎ সাহা। ফাইনাল-সহ টুর্নামেন্টে তিনটি গোল করেছেন দেবজিৎ। চারটি গোল অর্পণের।