এক কোটি রুদ্রাক্ষে সাজছে চেতলা অগ্রণী

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের তরফে সেই কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Must read

প্রতিবেদন : আগেরবার গঙ্গাদূষণের ভাবনা মণ্ডপে টেনে এনেছিল কোটি-কোটি দর্শনার্থীকে। তাই এবার এককোটি রুদ্রাক্ষে সেজে উঠছে চেতলা (Chetla) অগ্রণীর পুজোমণ্ডপ। ৩৩তম বর্ষে বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধা জানাতে চেতলা অগ্রণীর এবার ভাবনা ‘অমৃত কুম্ভের সন্ধানে’।

আরও পড়ুন-জলে ডুবেই মৃত্যু অনামিকার, পুলিশি তদন্তেই আস্থা বাবার

মণ্ডপ সাজাতে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকেও এসেছে একমুখী থেকে বহুমুখী রুদ্রাক্ষের ভাণ্ডার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের তরফে সেই কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন দেবীর চক্ষুদান করবেন। কিন্তু সেদিন থেকেই মণ্ডপ-দর্শন হবে না। বৃষ্টির জন্য কাজে কিছুটা দেরি হয়েছে। তাই ২৪ সেপ্টেম্বর থেকে জনসাধারণের জন্য খুলে যাবে মণ্ডপের দরজা। এদিন তাঁর সঙ্গে ছিলেন মণ্ডপশিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ক্লাবের অন্য কর্মকর্তারা। মেয়র-মন্ত্রী তথা ক্লাবের অন্যতম কর্তা ফিরহাদ হাকিমের পরামর্শমতো কীভাবে মহাদেবের অশ্রু থেকে তৈরি হওয়া ‘রুদ্রাক্ষ’ দিয়ে মণ্ডপ সাজানোর পরিকল্পনা করা হয়, তা বিশদে জানান মণ্ডপশিল্পী।

Latest article