প্রতিবেদন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ মঙ্গলবার ঘরের মাঠে অভিযান শুরু করছে মোহনবাগান। যুবভারতীতে তুর্কমেনিস্তানের আহাল এফকে-র বিরুদ্ধে খেলবে জোসে ফান্সিসকো মোলিনার দল। প্রথম ম্যাচে তারকা ভারতীয় উইঙ্গার মনবীর সিংয়ের খেলা নিয়ে সংশয়। শুক্রবার মধ্যরাতে শহরে চলে এল আহাল।
আরও পড়ুন-পশ্চিম বর্ধমান : ঐক্যে জোর, এবার টার্গেট ৯/৯
দিন তিনেক আগে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মনবীর খেলেননি। শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। সাইডলাইনে রিহ্যাব করে জিমে সময় কাটান। তবে হাতে এখনও দিন তিনেক সময় থাকায় মঙ্গলবারের ম্যাচে মনবীরের খেলা নিয়ে এখনও আশা ছাড়ছেন না বাগানের স্প্যানিশ কোচ। তিন বিদেশি অ্যাটাকার জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এবং রবসন রোবিনহোকে নিয়ে শুক্রবার অনুশীলনের পর আলাদা করে আলোচনাও সারলেন মোলিনা। রবসন সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন। গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মিনিট দশেক খেলেই ঝলক দেখিয়েছেন। তবু আহালের বিরুদ্ধে ব্রাজিলীয় ফুটবলারকে পরিবর্ত হিসেবে ব্যবহার করতে পারেন মোহনবাগান কোচ। রক্ষণে টপ অলড্রেডের পাশে মেহতাব সিংকে রেখে রণকৌশল তৈরি করছেন মোলিনা। আলবার্তো রডরিগেজ ফিটনেস সমস্যা রয়েছে। তাই হয়তো কিছুটা কমজোরি আহালের বিরুদ্ধে দুই বিদেশি সেন্টার ব্যাক না খেলিয়ে আলবার্তোকে বিশ্রাম দিতে পারেন বাগান কোচ। মোহনবাগানে অবশ্য স্বস্তি ফিরিয়েছেন অনিরুদ্ধ থাপা। চোট সারিয়ে পুরো দমেই অনুশীলন করছেন জাতীয় দলের তারকা মিডিও। ফলে মনবীর, আলবার্তো ছাড়া বাকিরা সবাই এসিএলে প্রথম ম্যাচের আগে সম্পূর্ণ ফিট।