পুরসভার ১৫০ বছরের ইতিহাসে প্রথম বাংলায় বাড়ির নকশা

শুক্রবার ‘টক টু মেয়র’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা ভাষায় অনুমোদিত প্রথম বাড়ির নকশা প্রকাশ্যে আনেন মেয়র ফিরহাদ হাকিম।

Must read

প্রতিবেদন : বাংলা ভাষার অস্মিতা-রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ কলকাতা পুরসভার। ১৫০ বছরের ইতিহাসে প্রথমবার বাংলা ভাষায় বাড়ির নকশায় অনুমোদন দিল পুর-কর্তৃপক্ষ। শহরের সমস্ত দোকানপাট, শপিং মলের সাইনবোর্ডে প্রধান ভাষা হিসেবে বাংলার ব্যবহার আগেই বাধ্যতামূলক করেছিল পুরসভা। এবার বাংলা ভাষায় বাড়ির নকশারও অনুমোদন দেওয়া শুরু করল কেএমসি।

আরও পড়ুন-শহরে আহাল, মনবীরের খেলা নিয়ে অনিশ্চয়তা

শুক্রবার ‘টক টু মেয়র’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা ভাষায় অনুমোদিত প্রথম বাড়ির নকশা প্রকাশ্যে আনেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে সঙ্গে উপস্থিত আধিকারিকদের হাততালি ও ‘জয় বাংলা’ স্লোগানে গর্জে ওঠে পুরসভার কনফারেন্স রুম। এদিন ৬৭ নং ওয়ার্ডের অন্তর্গত বোসপুকুর রোডের একটি বাড়ির নকশা বাংলায় অনুমোদন দেওয়া হয়েছে। মহানাগরিক স্পষ্ট জানিয়েছেন, বাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রে এবার আমরা বাংলা ভাষাকেও গুরুত্ব দেব। মানুষ চাইলেই বাংলা ভাষায় নকশা জমা দিতে পারেন। দ্রুত অনুমোদন পাবেন। যদিও অন্য ভাষাকে কোনওভাবেই ব্রাত্য করা হবে না। যারা বাংলা বোঝেন না, তাঁরা ইংরেজিতে নকশা জমা দেবেন। রেফারেন্সটা বাংলাতেই লিখে রাখা হবে। তবে মেয়রের আবেদন, বাংলায় বসবাস করেন যখন, তখন বাংলাতেই নকশা জমা দিন। অন্যদিকে, সাইনবোর্ডে বাংলায় নাম লেখার ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে পুরসভা। সেই নিয়ে মেয়র জানিয়েছেন, উৎসবের মধ্যেই সময়সীমা শেষ হচ্ছে। এইসময় ব্যবসায়ীরা বিকিকিনিতে ব্যস্ত থাকেন। তাই কালীপুজোর পর পুরসভার তরফে ইন্সপেকশন শুরু হবে।

Latest article