হাংঝাউ, ১২ সেপ্টেম্বর : মেয়েদের এশিয়া কাপ হকির ফাইনালে উঠতে হলে শনিবার জাপানকে হারাতেই হবে ভারতকে। সুপার ফোরে আগের ম্যাচে চিনের কাছে ১-৪ হেরে চাপে পড়ে যায় হরেন্দ্র সিংয়ের দল। ভুল শুধরে সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে জিতে ফাইনাল নিশ্চিত করাই লক্ষ্য মুমতাজ, বৈষ্ণবীদের। ভারতকে হারিয়ে আগেই ফাইনালে উঠে গিয়েছে চিন। সুপার ফোর পর্বে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। চিনের কাছে হারায় ভারতের দুই ম্যাচে ৩ পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে কোরিয়া এবং জাপানের সংগ্রহ ১ পয়েন্ট।
আরও পড়ুন-এসএসসি’র প্রথম দফা নির্বিঘ্নে, শান্তি নেই চিল-শকুনের
ভারত গোল পার্থক্যে (-১) এগিয়ে না থাকায় জাপানের বিরুদ্ধে জিততেই হবে। অঙ্কের বিচারে ড্র করলেও সুযোগ থাকবে মুমতাজদের সামনে। তখন তিন ম্যাচে হবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে কোরিয়া-চিন ম্যাচের ফলের উপর নির্ভর করবে ভারতের মেয়েদের ভাগ্য।
স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের সুযোগ নষ্টের প্রবণতাই ভাবাচ্ছে কোচ হরেন্দ্রকে। চিনের কাছে হারের পর ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে হতাশা গোপন করেননি ভারতীয় দলের কোচ। গত দু’টি ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার আদায় করেও গোল করতে পারেনি দল। জাপানের বিরুদ্ধে ফিনিশিংয়ে উন্নতি চাইছেন হরেন্দ্র। গ্রুপ পর্বে জাপানের সঙ্গে ২-২ ড্র করেছিল ভারত। আজ সেই ফলকেও ছাপিয়ে যেতে হবে।