আজ বিপ্লবী যতীন দাসের প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন,”মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী যতীন দাস-এর আজকে প্রয়াণ বার্ষিকী। আমি তাঁকে আমার প্রণাম জানাই। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৬৩ দিন অনশন করার পর ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর খুব অল্প বয়সে তিনি জেলের মধ্যে মারা যান। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।”
আরও পড়ুন- জাপান ম্যাচে ভুল চায় না ভারত, মেয়েদের এশিয়া কাপে আজ কঠিন লড়াই
মুখ্যমন্ত্রীর (mamata banerjee) আরও সংযোজন,”আমি সবসময় মনে করি, বাংলা ছাড়া এই দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্র বাঙালিরাই সংখ্যাগুরু। দেশের স্বাধীনতার জন্য কী অমানুষিক কষ্ট বাংলার বীর বিপ্লবীরা সহ্য করে গেছেন তার জ্বলন্ত উদাহরণ শহীদ যতীন দাস।
এটা আমার গর্ব, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আলিপুর জেলে আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে মিউজিয়াম করেছি তাতে শ্রদ্ধার সঙ্গে আমরা এই বীর বিপ্লবীকে স্মরণ করেছি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কলকাতায় একটি মেট্রো স্টেশনেও তাঁর নাম জড়িয়ে নেওয়া আছে।”