সংবাদদাতা, গঙ্গাসাগর: চলতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের (Gangasagar) বিডিও অফিসে সাগর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার ব্যবস্থাপনায় ২৮টি স্থানীয় দুর্গাপুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়াকুমার রাও, সুন্দরবন পুলিশ জেলার, এএসপি কৌস্তভদীপ্ত আচার্য, সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ, সাগর থানার ওসি অর্পণ নায়েক, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপনকুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপকুমার পাত্র-সহ বিশিষ্টরা। এদিন অনুদানের চেক প্রদানের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা পুজো নিয়ে সরকারের বিভিন্ন গাইডলাইনগুলি মেনে চলার জন্য কমিটিগুলিকে অনুরোধ জানান। গত বছরের তুলনায় এবছর অনুদান বাড়ানোয় খুশি পুজো উদ্যোক্তারাও।
আরও পড়ুন- আরজি করের ছাত্রীর রহস্যমৃত্যু