আলোকিত শারদ-সাহিত্য

পুজো উপলক্ষে প্রকাশিত হয়েছে বেশকিছু বিশেষ সংখ্যা। তালিকায় বাণিজ্যিক পত্রিকা যেমন আছে, তেমনই আছে অবাণিজ্যিক পত্রিকা। কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার শারদ সংখ্যার উপর আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

বসুমতী
ঐতিহ্যবাহী পত্রিকা ‘বসুমতী’। প্রকাশিত হয়েছে শারদীয়া ১৪৩২ সংখ্যা। মিত্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। স্থান পেয়েছে নানা বিষয়ের রচনা। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘আমার ঠিকানা’। রচিত হয়েছে সিঙ্গুরে অনশন চলাকালীন। অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে তাঁর কলম। কবিতাটি মর্মস্পর্শী। এছাড়াও ভাল লাগে ইন্দ্রনীল সেন, চিরঞ্জিত চক্রবর্তী, সুবোধ সরকার, কৃষ্ণা বসু প্রমুখের কবিতা। অমর মিত্র-র ‘আটাঙ্গীর হাট’, তপন বন্দ্যোপাধ্যায়ের ‘তোমার চোখে দেখেছিলাম’, দেবারতি মুখোপাধ্যায়ের ‘উল্লাসে হরষে’, জয়ন্ত দে-র ‘রৌদ্রময়ের ছিন্ন শির’, দীপান্বিতা রায়ের ‘আঁধারের আল বেয়ে’, পাপিয়া ভট্টাচার্য-র ‘পালকজন্ম’ উপন্যাসগুলো সুলিখিত। আছে বেশকিছু মূল্যবান প্রবন্ধ। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ‘পরবাসীর স্মৃতিকথা’, ড. সমুদ্র বসুর ‘গ্রামবাংলার রাজবাড়ির দুর্গাপুজো’, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী-র ‘নল-দময়ন্তী’, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের ‘আমার চোখে অপুর বিস্ময়’, নির্বেদ রায়ের ‘তৈমুর লং—এক রহস্যময় আত্মজীবনী’, অমিত্রসূদন ভট্টাচার্য-র ‘পত্র-পত্রিকার সম্পাদকি তাগিদ ও রবীন্দ্রনাথ’, সৌম্য সিংহ-র ‘বাইপোলার মুড ডিজঅর্ডার কভি খুশি কভি গম’, প্রচেত গুপ্তর ‘লেখক, পাঠক, সম্পাদক’ বিশেষভাবে রেখাপাত করে। কঙ্কাবতী দত্ত, লীনা গঙ্গোপাধ্যায়, নলিনী বেরা, বিনতা রায়চৌধুরীর বড়গল্প, বীথি চট্টোপাধ্যায়, দেবযানী বসু কুমার, শ্যামলী আচার্য, শিবানী মুখার্জি পাণ্ডের ছোটগল্প মনকে নিয়ে যায় অন্য জগতে। শোভনদেব চট্টোপাধ্যায়ের ‘পরিবেশ সচেতনতা স্কুলপাঠ্য হোক’ প্রয়োজনীয় একটি লেখা। নাটক উপহার দিয়েছেন জয়ন্তকুমার সাহা। এছাড়াও রয়েছে অনুবাদ, রম্য রচনা, ভ্রমণ, সাজসজ্জা, বিজ্ঞানচর্চা, শরীরচর্চা, চলচ্চিত্র, খেলা, চিকিৎসা, খাওয়াদাওয়া প্রভৃতি বিষয়ের লেখা। সবমিলিয়ে অনবদ্য। প্রচ্ছদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাম ১৫০ টাকা।
কথাসাহিত্য
মিত্র ও ঘোষ-এর ‘কথাসাহিত্য’ পত্রিকায় মেলবন্ধন ঘটেছে আভিজাত্যের সঙ্গে আধুনিকতার। শারদীয়া ১৪৩২ সংখ্যাটি আলোকিত হয়েছে সবিতেন্দ্রনাথ রায়ের সম্পাদনায়। পুরাণকথায় দেবাশিস পাঠক লিখেছেন ‘ছিন্নমস্তা রহস্য’। কঠিন বিষয়। সহজভাবে উপস্থাপন করা হয়েছে। পূর্বা সেনগুপ্তর ‘কোচ রাজাদের বড়োদেবী : অভিনব দুর্গা’ লেখাটি পরিশ্রমলব্ধ। বিশেষ রচনা উপহার দিয়েছেন প্রচেত গুপ্ত। শিরোনাম ‘লেখক যখন অভিনেতা অভিনেতা যখন লেখক’। আছে উপন্যাস। পদ্মনাভ দাশগুপ্তের ‘যাত্রাগাড়ি’, জয়ন্ত দে-র ‘কর্নেল জুজুর আজব কাহিনি’, রাজা ভট্টাচার্যর ‘অভিযাত্রা’, রম্যাণী গোস্বামীর ‘ফুলকি’, সায়ন্তনী ভট্টাচার্যর ‘রুখুর ব্রহ্মকমল’। গল্প লিখেছেন অমর মিত্র, সেবন্তী ঘোষ, তপন বন্দ্যোপাধ্যায়, সর্বাণী মুখোপাধ্যায়, রামকুমার মুখোপাধ্যায়, বিনতা রায়চৌধুরী প্রমুখ। আছে একগুচ্ছ কবিতা। লিখেছেন রণজিৎ দাশ, সুবোধ সরকার, শ্যামলকান্তি দাশ, শ্রীজাত, বিভাস রায়চৌধুরী, শিবাশিস মুখোপাধ্যায়, সুদীপ্ত মাজি, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আছে আরও কিছু বিভাগ। সবমিলিয়ে সংগ্রহে রাখার মতো। প্রচ্ছদশিল্পী সৌজন্য চক্রবর্তী। দাম ২৫০ টাকা।
ত্রিধারা
কিছুদিন আগেই দেবাশিস কুমারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ত্রিধারা’ শারদ সংকলন ১৪৩২। ত্রিধারা সম্মিলনীর এক ব্যতিক্রমী উদ্যোগ। এবারের সংকলন অন্যান্যবারের মতোই আকর্ষণীয়। দেবাশিস পাঠক জানিয়েছেন ‘উত্তমকুমার নাকি সাহিত্যও সৃজন করেছিলেন’। নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর ‘দ্রৌপদীর সখা কৃষ্ণ’, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘অচেনা সৌমিত্র’ অজানাকে জানাতে সাহায্য করে। গোপাল দাস, জয়ন্ত চক্রবর্তী, জয়ন্ত ঘোষাল, তন্ময় চক্রবর্তীর লেখাগুলো পাঠকদের ঋদ্ধ করবে। শঙ্করলাল ভট্টাচার্যর উপন্যাস ‘ছায়ানট’ মায়া ছড়িয়েছে। নানা স্বাদের গল্প উপহার দিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, অনুভা নাথ, চুমকি চট্টোপাধ্যায়, দেবারতি মুখোপাধ্যায়, দেবযানী বসু কুমার, দেবজ্যোতি ভট্টাচার্য, দীপান্বিতা রায়, জয়দীপ চক্রবর্তী, নলিনী বেরা, প্রবীর ঘোষ রায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, সুগত চক্রবর্তী, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রমুখ। বিশেষ রচনায় ড. দুলাল বসু, শংকর, কস্তুরী চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত, রম্য রচনায় জয়ন্ত দে, স্মৃতিচারণে সুধাংশুশেখর দে নিজেদের মেলে ধরেছেন। কবিতা লিখেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, শ্রীজাত, পঙ্কজ সাহা, অমিত কাশ্যপ, অনীশ ঘোষ, সুব্রতা ঘোষ রায়, সুস্মেলী দত্ত, সুপ্তশ্রী সোম প্রমুখ। খেলাধুলা বিভাগে দেবাশিস দত্তের লেখাটি চমৎকার। আছে আরও কিছু বিভাগ। সবমিলিয়ে সম্পূর্ণ রঙিন পত্রিকাটি হাতে নিলেই মন ভাল। পড়লে আনন্দ দ্বিগুণ। প্রচ্ছদশিল্পী শুভাপ্রসন্ন। দাম ১৭৫ টাকা।

আরও পড়ুন-প্রশ্ন আছে উত্তর চাই

শতাব্দীর বাংলা
পাঠক-মহলে সমাদৃত হয়েছে অনীশ ঘোষ সম্পাদিত ‘শতাব্দীর বাংলা’। বেরিয়েছে ছিমছাম শারদ ১৪৩২ সংখ্যা। নানা রঙের লেখা। বিশেষ রচনা উপহার দিয়েছেন পবিত্র সরকার, ব্রহ্মচারী মুরালভাই, দেবপ্রসাদ মজুমদার। শতবর্ষে বাঙালি বিভাগে সলিল চৌধুরীকে নিয়ে লিখেছেন শঙ্করলাল ভট্টাচার্য। চণ্ডী মুখোপাধ্যায়ের লেখার বিষয় উত্তম কুমার। প্রলয় চক্রবর্তী লিখেছেন নারায়ণ দেবনাথের উপর। পাঁচটি বিষয়ের প্রবন্ধে সংখ্যাটিকে আলোকিত করেছেন কাশীনাথ ভট্টাচার্য, অসীম গণ, রঞ্জন সেন, মানস চক্রবর্তী, রাজীব শ্রাবণ। মণিভূষণ দুয়ারীর কিশোর উপন্যাস ‘যমরাজের গদার গুঁতোয়’ আনন্দ দেয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শেখর বসু, তপন বন্দ্যোপাধ্যায়, অমরেন্দ্র চক্রবর্তী, তৃষ্ণা বসাক, দেবযানী বসু কুমার, সিদ্ধার্থ সিংহ, দিব্যেন্দু ঘোষ প্রমুখের গল্পগুলো পড়তে ভাল লাগে। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বড় গল্প, জয়ন্ত দে-র সরস গল্প বারবার পড়ার মতো। অণুগল্পগুলো এক দমে শেষ করা যায়। ছন্দ ছড়ার ঢেউ তুলেছেন শ্যামাপ্রসাদ ঘোষ, অশ্রুরঞ্জন চক্রবর্তী, হাননান আহসান, সমর পাল, শিশির সাঁতরা, স্বপনকুমার রায় প্রমুখ। আছে দুই বাংলার কবিতা-সহ আরও কিছু বিভাগ। সবমিলিয়ে জমজমাট। প্রচ্ছদশিল্পী শংকর বসাক। দাম ১৮০ টাকা।
অঙ্কুরীশা
আড়ম্বর নেই, আন্তরিকতায় পরিপূর্ণ ‘অঙ্কুরীশা’। বিমল মণ্ডলের সম্পাদনায় প্রকাশিত হয়েছে শারদীয়া ১৪৩২ সংখ্যা। গদ্যে-পদ্যে ঠাসা। গল্পের ডালি উজাড় করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমর মিত্র, নলিনী বেরা, অনন্যা দাশ প্রমুখ। পবিত্র সরকারের প্রবন্ধ ‘মধুসূদনের বর্ণনাশৈলী: খসড়া অনুসন্ধান’ সংখ্যাটিকে বিশেষভাবে আলোকিত করেছে। আছে আরও কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ। লিখেছেন জ্যোতির্ময় দাশ, সুনীল মাজি, তাজিমুর রহমান, আবু রাইহান, কানাইলাল জানা, দুর্গাদাস মিদ্যা প্রমুখ। কবিতা উপহার দিয়েছেন শ্যামলকান্তি দাশ, অজিত বাইরী, রামকিশোর ভট্টাচার্য, সৌমিত বসু, অদীপ ঘোষ, ঋত্বিক ঠাকুর, ফটিক চৌধুরী, রাখহরি পাল, গৌতম হাজরা, মধুসূদন ঘাটী, সাতকর্ণী ঘোষ, সুস্মেলী দত্ত, জুলি লাহিড়ী, বনশ্রী রায় দাস, উদয়শঙ্কর বাগ, প্রাণনাথ শেঠ প্রমুখ। আছে অশ্রুরঞ্জন চক্রবর্তীর ছড়া, সঞ্জয় চট্টোপাধ্যায়ের নাটক। প্রচ্ছদ দেবপ্রসাদ জানার। দাম ৩০০ টাকা।

আরও পড়ুন-বিজেপির ভাষাসন্ত্রাস প্রতিবাদের ঝড় তুলবে আইএনটিটিইউসি : ঋতব্রত

প্রতীতি
এই সময়ের অনিবার্য সাহিত্যপত্র ‘প্রতীতি’। প্রকাশিত হয়েছে শারদীয় ১৪৩২ সংখ্যা। গৌতম হাজরার সম্পাদনায়। কথাশিল্পী প্রফুল্ল রায় স্মরণে অনবদ্য গদ্য উপহার দিয়েছেন উৎপল ঝা। প্রবন্ধে সুমিতা চক্রবর্তীর ‘শব্দের গল্প: তৃতীয় প্রহর’, প্রণব চৌধুরীর ‘আধুনিক কবিতা, দুর্বোধ্যতার প্রশ্নে: নীরেন্দ্রনাথ চক্রবর্তী’ যথেষ্ট মননশীল। সুশীল সাহা, কামারুজ্জামান, শুদ্ধেন্দু চক্রবর্তীর প্রবন্ধগুলিও উৎকৃষ্টমানের। ছন্দা চট্টোপাধ্যায়ের বড় গল্প, রণজিৎ দেব, অসীম ভৌমিকের গল্পগুলো মন ছুঁয়ে যায়। কবিতা লিখেছেন জ্যোতির্ময় দাশ, প্রত্যুষপ্রসূন ঘোষ, শ্যামলকান্তি দাশ, অনন্যা বন্দ্যোপাধ্যায়, মৃণালকান্তি দাশ, সমরেশ মণ্ডল, ভবেশ বসু, কেতকীপ্রসাদ রায়, অমিত কাশ্যপ, সাতকর্ণী ঘোষ, ফটিক চৌধুরী, সুস্মেলী দত্ত, জুলি লাহিড়ী, অমিতাভ রায়, বিমল মণ্ডল, বিশ্বজিৎ রায় প্রমুখ। এছাড়াও আছে ভ্রমণ, রম্য রচনা, অনুবাদ গল্প ইত্যাদি। প্রচ্ছদ শ্যামলবরণ সাহার। দাম ১৫০ টাকা।

Latest article