মিথ্যাচার ছাড়ুন, আসল গোপাল পাঁঠাকে চিনুন

শনিবার বউবাজারে একটি মাংসের দোকানে দাঁড়িয়েই ‘গোপাল পাঁঠা’কে লেখা বইয়ের উদ্বোধন করলেন লেখক-সাংবাদিক দেবাশিস পাঠক।

Must read

প্রতিবেদন : মিথ্যাচার ছাড়ুন। আসল গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়কে (Gopal Mukherjee) চিনুন। শনিবার বউবাজারে একটি মাংসের দোকানে দাঁড়িয়েই ‘গোপাল পাঁঠা’কে লেখা বইয়ের উদ্বোধন করলেন লেখক-সাংবাদিক দেবাশিস পাঠক।

আরও পড়ুন-গঙ্গাসাগরে পুজো অনুদানের চেক প্রদান

‘সূত্রধর’ প্রকাশনা সংস্থার তরফে এই বইয়ে রয়েছে গোপাল মুখোপাধ্যায় সংক্রান্ত ইতিহাসনিষ্ঠ তথ্যের সম্ভার। লেখকের কথায়, যে গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে বিজেপি-ঘনিষ্ঠ পরিচালক ভুয়ো তথ্য দিয়ে সিনেমা বানিয়ে অপপ্রচার করছেন, সেই মানুষটার সঙ্গে আমাদের গভীর পারিবারিক সম্পর্ক। ব্যক্তিগতভাবে তাঁকে ‘গোপাল জ্যাঠা’ বলে ডাকতাম। তাই এই বইয়ে ব্যক্তিগত পরিচয় থেকে তাঁর জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরেছি।

Latest article