ধসের জেরে পুজোর আগে বন্ধ টয় ট্রেন

পুজোর আগে মুখ থুবড়ে পড়ল উত্তরবঙ্গের পর্যটন। চলতি মাসে পাহাড়ে লাগাতার ধসের কারণে বন্ধ হল হেরিটেজ টয় ট্রেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পুজোর আগে মুখ থুবড়ে পড়ল উত্তরবঙ্গের পর্যটন। চলতি মাসে পাহাড়ে লাগাতার ধসের কারণে বন্ধ হল হেরিটেজ টয় ট্রেন। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার ট্রেন পরিষেবা ফের বন্ধ হল পুজোর আগে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত স্থগিত পরিষেবা। পুজোর মুখে বন্ধ অগ্রিম বুকিং। পুজোর আগেই উত্তরবঙ্গের টয় ট্রেন পরিষেবা বন্ধ হওয়ায় ক্ষতির আশঙ্কায় চিন্তায় পর্যটনশিল্প।

আরও পড়ুন-খরচ ২ কোটি টাকা, ৯৮টি প্রকল্পের শিলান্যাস সাগরে

হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, লাগাতার ভারী বৃষ্টির কারণে পাহাড়ে একাধিক জায়গায় ধস নামে, তাতে কয়েকজন আহত হওয়া এবং বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়াায় পাহাড়ি পথে এখনই টয় ট্রেন পরিষেবা চালানো নিয়ে চিন্তা করা হচ্ছে না। রেল এবং পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা। ১২ তারিখ পর্যন্ত শেষ চালানো হয়েছে এনজিপি থেকে মাঝপথে ঘোরানো হয়েছে ইঞ্জিন, তাই আপাতত ১৫ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পুজোর প্রাক্কালে পর্যটকদের জানিয়ে দেওয়া হবে আগাম বুকিং নিয়ে।

Latest article