অনির্দিষ্টকালের জন্য বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা

রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দির দর্শনের তীর্থযাত্রা শুরু হওয়ার কথা ছিল তবে ফের বন্ধ হয়ে গেল বৈষ্ণোদেবী যাত্রা

Must read

রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দির দর্শনের তীর্থযাত্রা শুরু হওয়ার কথা ছিল তবে ফের বন্ধ হয়ে গেল বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi)। এক নাগাড়ে বৃষ্টির ফলে এবার এই তীর্থযাত্রা স্থগিত করা হল বলে জানা গিয়েছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ড তরফে জানানো হয়েছে ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

বোর্ডের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরুর করার কথা ছিল কিন্তু আবহাওয়া এতটাই খারাপ যে এই তীর্থযাত্রা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে যাত্রার সময়সূচি ঘোষণা করা হবে। সমস্ত সরকারি যোগাযোগ মাধ্যমগুলির উপরে নজর রাখার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন-৩৫,৭২৬ শূন্যপদ, আজ একাদশ-দ্বাদশের পরীক্ষা, ২,৪৬,৫০০ পরীক্ষার্থী

গত ২৬ অগস্ট কাটরা থেকে ১২ কিলোমিটার যাত্রাপথের মাঝে আধকুয়ারির ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভূমিধসের ঘটনা ঘটেছিল। ভূমিধসের পর থেকে এই তীর্থযাত্রা প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। ওই ভূমিধসে প্রায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২০ জন। স্বাভাবিকভাবেই সেই সময়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন তীর্থযাত্রা বন্ধ করা হয়নি সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এবার আগেই তীর্থযাত্রা স্থগিত করা হল।

Latest article