ফুলওয়ারিশরিফ ফৌজদারি ষড়যন্ত্র মামলায় NIA-র বড় পদক্ষেপ, গ্রেফতার বিহারের PIF প্রধান

সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, PIF সদস্যদের বিরুদ্ধে অবৈধ ও দেশবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আছে।

Must read

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফুলওয়ারিশরিফ ফৌজদারি ষড়যন্ত্র মামলা নিয়ে এবার NIA-র বড় পদক্ষেপ। এই মামলায় যুক্ত সন্দেহে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর বিহার রাজ্য সভাপতি মেহবুব আলম ওরফে মেহবুব আলম নদভিকে গ্রেফতার করল এনআইএ। শনিবার কিষাণগঞ্জ থেকে কাটিহার জেলার হাসানগঞ্জের বাসিন্দা মেহবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় স্থানীয় পুলিশ ২০২২ সালের জুলাই মাসে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সেই মামলায় পিএফআই সদস্যদের বেআইনি এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এই মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে শনিবার সংগঠনের রাজ্য সভাপতিকেও গ্রেফতার করা হল।

আরও পড়ুন-ওডিশার মার্কেট কমপ্লেক্সে ছাদ ভেঙে বিপত্তি, মৃত ১

সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, PIF সদস্যদের বিরুদ্ধে অবৈধ ও দেশবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আছে। স্থানীয় পুলিশ ২৬ জন সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এই ধরণের কাজের লক্ষ্য মূলত ধর্মীয় বিদ্বেষ উস্কে ভয় ছড়িয়ে দেওয়া, শান্তি নষ্ট করা এবং দেশের মধ্যে নৈরাজ্য তৈরি করা। এমনকী এই গোষ্ঠী বিভ্রান্তিমূলক, সহিংস প্রচারও শুরু করেছিল। তদন্তকারীরা জানিয়েছেন আলম এবং অন্যান্য পিএফআই সদস্যরা ২০২২ সালের ১১ জুলাইতে ফুলওয়ারি শরিফের আহমেদ প্যালেস থেকে বাজেয়াপ্ত করা সংগঠনের গোপন ‘ভিশন ডকুমেন্ট’ অনুযায়ী কাজ করছিলেন।

আরও পড়ুন-অনির্দিষ্টকালের জন্য বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা

উল্লেখ্য, আলম পিএফআই-এর নিয়োগ, প্রশিক্ষণ, সভা এবং অন্যান্য দেশবিরোধী কাজকর্মের সঙ্গে সরাসরি জড়িত ছিল। তিনি তহবিল সংগ্রহ করেছিলেন এবং আরেক অভিযুক্তকে এবং পিএফআই ক্যাডারদের সেটা সরবরাহ করেছিলেন বলে অভিযোগ করেছে তদন্তকারীরা। আইপিসি এবং ইউএ(পি) আইনের অধীনে এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য নিরাপত্তা সংস্থাগুলির বিহার পিএফআই সভাপতির গ্রেফতারের ফলে ফুলওয়ারিশরীফ ফৌজদারি ষড়যন্ত্র মামলায় গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট দফতর।

 

Latest article