অনেকদিন ধরেই লিঙ্গ পরিবর্তনের (Gender) কথা মাথায় ছিল ২০ বছরের ওই যুবককের। কিন্তু পারিবারিক ও সামাজিক সমস্যার দিকটি মাথায় রেখেই চিকিৎসকের কাছে যাননি তিনি। তবে এতদিনের ইচ্ছে চেপে রাখতে না পেরে অবশেষে নিলেন ভয়ানক সিদ্ধান্ত। অনলাইনে লিঙ্গ পরিবর্তনের পদ্ধতি দেখে সেই ভাবে নিজের হাতেই নিজের উপর অস্ত্রোপচার করেন ওই যুবক। কিন্তু দেখা গেল লিঙ্গ পরিবর্তন তো একেবারেই হয়নি উল্টে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর প্রাণ সংশয় হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন-ফুলওয়ারিশরিফ ফৌজদারি ষড়যন্ত্র মামলায় NIA-র বড় পদক্ষেপ, গ্রেফতার বিহারের PIF প্রধান
সূত্রের খবর, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আমেঠি জেলার বাসিন্দা ওই যুবক সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বহুদিন ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের ইচ্ছে থাকলেও বাস্তবায়নের পথ খুঁজচ্ছিলেন তিনি। কাউকে না জানিয়েই জানিয়ে অনলাইনে ভিডিয়ো দেখে নিজের উপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েই ফেলেন তিনি। যদিও যুবক জানিয়েছেন তিনি এই নিয়ে এক স্থানীয় চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। ভিডিয়োতে দেখানো পদ্ধতি মেনেই লোকাল অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচারের ছুরি দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছিলেন তিনি। কিন্তু তার পরে আর কোনমতেই রক্তক্ষরণ বন্ধ করতে পারছিলেন না। কিন্তু সমস্যা হল এর মাঝেই অ্যানাস্থেশিয়ার প্রভাব কেটে যায়। ফলে মারাত্মক যন্ত্রণা শুরু হওয়ায় তিনি আর থাকতে না পেরে বাড়ি মালিকের সাহায্য নিয়ে হাসপাতালে পৌঁছন।
আরও পড়ুন-ওডিশার মার্কেট কমপ্লেক্সে ছাদ ভেঙে বিপত্তি, মৃত ১
হাসপাতাল সূত্রে খবর, যুবক সঠিক সময়ে হাসপাতালে পৌঁছেছেন বলেই এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেন। তবে ক্ষতস্থানে চিকিৎসা প্রয়োজন। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘ মেডিক্যাল প্রসিডিওর আছে এবং তবেই এই রূপান্তর সম্ভব।