কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে আর সেই বিষয়টিই বার বার নিজের সাহিত্য রচনায় তুলে ধরেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Must read

ইতিহাস কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে আর সেই বিষয়টিই বার বার নিজের সাহিত্য রচনায় তুলে ধরেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (Tarashankar Banerjee)। আজ ১৪ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ দিবস। প্রথম জীবনে কয়েকটি কবিতা লিখলেও কথাসাহিত্যিক হিসেবেই তারাশঙ্কর বিশেষ খ্যাতি উপার্জন করেছিলেন। বীরভূম-বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন পেশার মানুষের জীবনধরণ, যুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ও বিদ্রোহ, সামন্ততন্ত্র-ধনতন্ত্রের দ্বন্দ্বে ধনতন্ত্রের জয় ইত্যাদি ছিল তাঁর উপন্যাসের মূল বিষয়বস্তু।

আরও পড়ুন-যাদবপুরকাণ্ডে মনোজ ভর্মাকে চিঠি মহিলা কমিশনের, স্বতপ্রণোদিত মামলা দায়ের

আজ তাঁর প্রয়াণদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁর রচিত ‘হাঁসুলী বাঁকের উপকথা’, ‘ধাত্রীদেবতা’, ‘গণদেবতা’, সহ অসংখ্য উপন্যাস ও অন্যান্য রচনা বাংলা সাহিত্যের চিরকালীন সম্পদ।

আরও পড়ুন-আজব! যোগীরাজ্যে অনলাইন ভিডিয়ো দেখে নিজেই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার যুবকের

২০১১ সালের পরে তাঁকে সম্মান জানিয়ে লাভপুরে তাঁর জন্মভিটের ঐতিহ্যসম্মত সংস্কার থেকে শুরু করে ময়ূরাক্ষী নদীর ওপর ‘তারাশঙ্কর সেতু’, তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার সাহিত্য জীবন’- এর পুনঃপ্রকাশ সহ অনেককিছুই করা হয়েছে।”

 

Latest article