নেপালে আটকে শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তালডাংরার বিধায়ক

তবে সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামের অন্তত কুড়ি জন শ্রমিক এখনও নেপালের বিভিন্ন জায়গায় কর্মসূত্রে আটকে রয়েছেন

Must read

নেপালে (Nepal) ঠিক কতজন শ্রমিক এখনও আটকে রয়েছেন সেটা নিয়ে রীতিমত ধোঁয়াশা আছে। ইতিমধ্যেই হিড়বাঁধের লালবাজার এলাকার দশজন শ্রমিক কোনমতে বাড়ি ফিরেছেন শুক্রবার। তবে সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামের অন্তত কুড়ি জন শ্রমিক এখনও নেপালের বিভিন্ন জায়গায় কর্মসূত্রে আটকে রয়েছেন। দুর্গাপুজোর আগে তাঁরা ঘরে ফিরতে পারবেন কিনা, এটা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের পরিবারগুলির।

আরও পড়ুন-‘উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ’, বাংলায় চাকরির পরীক্ষা দিতে এসে আফসোস পরীক্ষার্থীর

রবিবার সকালে শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে পুখুরিয়া গ্রামে পৌঁছান তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ। পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে তিনি জানান, “এখনও অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারেননি। যাতে তাঁরা পুজোর আগে ফিরে আসতে পারেন, সে জন্য জেলা প্রশাসনকে প্রশাসনিকভাবে সমস্ত রকম সহযোগিতা করার কথা বলেছি।”

আরও পড়ুন-হিন্দি দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, পুলিশ ও প্রশাসন একযোগে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এদিন বিধায়ক শ্রমিক পরিবারের বাড়ি থেকে সরাসরি ভিডিও কলে নেপালে আটকে থাকা এক শ্রমিক, মদন কর্মকারের সঙ্গে কথাও বলেন। এই ঘটনায় বিধায়ককে পাশে পেয়ে খুশি পরিবারগুলি। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় সাহস পাচ্ছেন তাঁরা সেই কথাও জানিয়ে দিলেন।

Latest article